BNP leader Salah Uddin Ahmed at Shillong: নিখোঁজের পর প্রথম টিভি সাক্ষাৎকারে সালাহ উদ্দিন আহমেদ

2015-05-18 437

নিখোঁজ হওয়া এবং তারও আগে থেকে সরকার বিরোধী কর্মসূচির কারণে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রথমবারের মত গণমাধ্যমের সামনে এসেছেন।

সোমবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং সিভিল হাসপাতালে সিটি স্ক্যান করাতে আরেক ভবনে নেওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

সালাহ উদ্দিন দেশে ফিরতে চান বলে জানান। একই সঙ্গে বলেন, তাকে হাত ও চোখ বেঁধে বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে শিলং এনে ফেলে যাওয়া হয়।

Videos similaires