ময়মনসিংহে জলাবদ্ধতা সমস্যা

2015-02-10 5

2013_07_18
পানি নিষ্কাশন পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় ময়মনসিংহ পৌরসভার আউটার স্টেডিয়াম এলাকার পাঁচশত পরিবার দুর্ভোগ পোহাচ্ছন। এতে গত ২ মাস ধরে ঐ এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। জলাবদ্ধতা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন উদ্যোগ।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আউটার স্টেডিয়াম ও কাশর এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ ছিল স্টেডিয়ামের পাশের দুটি পুকুর। সম্প্রতি স্টেডিয়ামের স্থাপনা নির্মানের জন্য কর্তৃপক্ষ পুকুর দুটি ভরাট করে ফেলে। ফলে বৃষ্টিতে এসব এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

জলাবদ্ধতা নিরসনে কোন পদক্ষেপ না নেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। যথেষ্ট উদ্যোগ না থাকায় এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

স্টেডিয়াম কর্তৃপক্ষের অপরিকল্পিত পদক্ষেপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে পৌর মেয়র জানান, জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নেয়া হয়েছে।

Free Traffic Exchange

Videos similaires