ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালী ( Jhinaidah BNP )

2014-11-08 29

শিপলু জামান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিপ্লব ও সংহতি দিবসের ২ দিন ব্যাপী কর্মসুচির অংশ হিসাবে জেলা বিএনপির উদ্দোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নের্তৃত্বে একটি বিশাল র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেপি বসু সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক মসিউর রহমান। মিছিল ও সমাবেশে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Videos similaires