ঝিনাইদহ প্রতিনিধি, গ্লোবালনিউজ: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সরকার দলীয়দের হামলায় ৫ বি এনপি কর্মী আহত হয়েছেন।
আজ সকাল ১০ টার দিকে জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের কর্মসুচিতে যোগ দেওয়ার সময় হামলা করে সরকারদলীয়রা । এতে বিএনপির ৫ কর্মী আহত হয়। এসময় বেশ কয়েকটি চেয়ার টেবিল ভাংচুর করা হয়। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিককে ভর্তি করা হয়েছে।