British Bangladhi Importers Association (বিমানে সবজি পরিবহন বাড়ানোর দাবী বাংলাদেশ ইম্পোটার্স এসোসিয়েশন ইউকের

2014-11-06 21

ঢাকা ও সিলেট থেকে বিমানের মাধ্যমে সবজি রপ্তানির সুযোগ সম্প্রসারনের দাবী জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ ইম্পোটার্স এসোসিয়েশন ইউকে। বুধবার পূর্বলন্ডনের স্থানীয় দিল চাদ রেস্টুরেন্টে আয়োজিত সভায় বৃটেনে সফরকারী বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের নেতারা বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের সবজি রপ্তানি একটি সম্ভাবনাময় বাজার। প্রতি সপ্তাহে অন্তত ১০০টন বাংলাদেশী সবজির চাহিদা রয়েছে। বর্তমানে ২০-২৫ ঘন্টা সময় নিয়ে বাংলাদেশ থেকে বিদেশী এয়ারলাইন্সের মাধ্যমে বৃটেনে সবজি রপ্তানি হচ্ছে। এতে সবজির গুনগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বিমান বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে বলে জানান বক্তারা।

Free Traffic Exchange