Fireworks at Tower Hamlets, London on 2nd November 2014

2014-11-02 972

জাকিয়া সুলতানা,লন্ডন থেকেঃ আজ ২রা নভেম্বর প্রতি বছরের ন্যায় এবারও লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে 'ফায়ার ওয়ার্কস নাইট' উদযাপন করা হয়েছে।
সন্ধ্যা ৭টা থেকে ৭.২০টা পর্যন্ত বিভিন্ন রঙের ও বিভিন্ন ধরনের আতশ-বাজী প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

বাঙ্গালীদের প্রাণকেন্দ্র ব্যাথনাল গ্রিনের 'ওয়েভারস ফিল্ডস' ও 'মিলওয়াল পার্কে' আয়োজন হয়েছিল এ অনুষ্ঠানের।

একই সাথে দু'টি স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়। বিপুল পরিমাণ বাঙ্গালীরাও গিয়েছিল এ অনুষ্ঠান উপভোগ করার জন্য।

শিক্ষা-প্রতিষ্ঠান আজ বন্ধ থাকায় অনেক শিশু-কিশোর পূর্ব ঘোষিত এ অনুষ্ঠানে উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।