ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৬টি ককটেল ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব । তবে র্যাব এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর কুদরত-ই খোদা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ শনিবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা গ্রামটির একটি বাগানে তল্লাসী চালিয়ে ২টি ভারতীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৬টি ককটেল, একটি চাইনিজ কুড়াল ও দুটি রামদা উদ্ধার করে।