National Cooperative Day observed at Jinadah (ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত)

2014-11-01 34

শিপলু জামানঃ ঝিনাইদহে ৪৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হচেছ। এ দিবসটি উপলক্খে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়।


আজ শনিবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহের প্রধান- প্রধান সডক প্রদখি‹ন শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।