Bangladesh VS Srilanka football match at Jessore

2014-10-24 119

সাইফুর রহমান সাইফ, যশোর ব্যুরো, গ্লোবালনিউজ: হতাশ করলো বাংলাদেশ । আজ বিকেলে যশোর শামস-উল-হুদা মাঠে অনুষ্ঠিত ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি সিরিজে বাংলাদেশ ও শ্রীলংকা ১-১ গোলে ড্র করে। হোম গ্রাউন্ডে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে না পারায় হতাশ হয়েছে হাজার হাজার দর্শক।