যুক্তরাজ্য প্রবাসী পাত্রের সিলেটে প্রতারণার অভিযোগ (Complain of a dishonest groom at Sylhet)

2014-09-20 185

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথের অধিকাংশ মানুষ থাকেন লন্ডনে। তবে, উপজেলায় হত দরিদ্রের সংখ্যাও কম নয়। এমনই একটি পরিবারের এক সুন্দরী মেয়েকে লন্ডন প্রবাসী আলম একজনের মধ্যস্থতায় বিয়ে করে। আর লন্ডনি পাত্র পাইয়ে দেয়ার জন্য মধ্যস্থতাকারী জলিল ও তার স্ত্রী টাকা চায়। মেয়েকে লন্ডন নিয়ে যাবে সেই আশায় গরীব পরিবারটি জমি বিক্রি করে তাদের ৫ লাখ টাকা দেয়। সে সঙ্গে বিয়ের অনুষ্ঠানে খরচ করে আরো ৫ লাখ টাকা। বিয়ের এক সপ্তাহ পর মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে আলম চলে যায় লন্ডনে। এরপর ৯ মাস চলে গেলেও মেয়েটির আর কোন খোঁজ নেয়নি আলম। এমনই প্রতারণার চিত্রই উঠে আসল সময় টিভির এক প্রতিবেদনে।

Videos similaires