Tumi Sondharo Meghomala ~ Srikanta Acharya

2014-08-17 3

No great artist ever sees things as they really are. If he did, he would cease to be an artist.
For millions of music lovers like me.......... they really want to see a real video matched with every song.
Nowadays music company's are claiming their copyright only by releasing mp3...but there is much pleasure to see each song with a sequence/video matched with the it appropriately. A small attempt to do so...
"NO COPYRIGHT INTENDED"

তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা,
মম বিজনগগনবিহারী।
আমি আমার মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা--
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনজীবনবিহারী॥
মম হৃদয়রক্তরাগে তব চরণ দিয়েছি রাঙিয়া,
মম সন্ধ্যাগগনবিহারী।
তব অধর এঁকেছি সুধাবিষে মিশে মম সুখদুখ ভাঙিয়া--
তুমি আমারি, তুমি আমারি, মম বিজনস্বপনবিহারী॥
মম মোহের স্বপনলেখা তব নয়নে দিয়েছি পরায়ে।
মম মুগ্ধনয়নবিহারী।
মম সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায়ে জড়ায়ে--
তুমি আমারি, তুমি আমারি, মম মোহনমরণবিহারী॥