যেভাবে বর্বর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে থেকে
উদ্ধার হল বিজিবি নায়েক সুবেদার মো. মিজানুর রহমানের লাশ
শনিবার সন্ধ্যা ৬ টায় দোছড়ি সীমান্তের ৫২ নং পিলার এলাকা দিয়ে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. আলীর হাতে লাশ হস্তান্তর করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর একটি দল।
এ সময় বিজিবি লাশ গ্রহণ করে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো কফিনে ভরে নাইক্ষ্যংছড়ি বিজিবির ব্যাটালিয়ান হেডকোয়াটারের দিকে নিয়ে আসে। লাশ পাবার পর উপস্থিত বিজিবি সদস্যদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে।