অবিশ্বাস্যভাবে টিভি ক্যামেরা চালু অবস্থাতেই তার নেকলেস ছিনিয়ে নিয়ে যায় এক তরুণ চোর।
টিভি গ্লোবো গত বুধবার ওই পরিচয় নিশ্চিত না হওয়া নারীটির সাক্ষাৎকার নিচ্ছিল। তাকে শহরের কেন্দ্রে অপরাধের হার নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল।
সেখানে নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশের অপ্রতুলতার কারণে কিভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এ নিয়ে তার দুঃশ্চিন্তার কথা বলছিলেন ওই মধ্যবয়সী নারী। তখনই এক দুঃসাহসী তরুণ চোর তার বাম দিক থেকে এসে নারীর গলার নেকলেস ছিনিয়ে নিয়ে সবার সামনে দিয়েই চলে যাচ্ছিল।