Kazi Maruf, very famous actor in bangladeshi film industry this days.He is playing like action hero in dhaka film. He is sun of veteran film director kazi hayat.kazi hayat is very renown film director of bangladesh.Kazi maruf has disclosed about his previous life stry and curent career in this taroka interview of eurobdnewsonline.com
* প্রথম ছবি হিট হয়ে যাওয়ার পর রাতারাতি মারুফ থেকে মারুফ ভাই হয়ে গেলাম। ভালোই লাগলো। তখন থেকেই ছবি করা শুরু করলাম।
* অভিনয় কখনো শেখা জায় না। অভিনয় জিনিসটা কি সেটা আমি এখনও রিয়েলাইজ করি না।
* অভিনয় কখনও শিখিনি, শিখবোও না।
* আমার ভেতরে যে জিনিসগুলো আছে, সেগুলো যদি আমাকে দিয়ে করানো হয় তাহলে আমি ভাল করবো।
* আমার যদি মনে হয় এই ক্যারেকটার আমি পারব তখনই আমি ওই ক্যারেকটার করি, অন্যথায় করি না।
* কখনও মনে করি না যে ক্যামেরা আমার সামনে আছে।
* পূর্ণিমা ও সাহারার সাথে কাজ করে সবচেয়ে বেশি ভালো লেগেছে।
* আমার বাবার চারটা ছবিতে কাজ করেছি- ইতিহাস, অন্ধকার, অন্য মানুষ এবং ক্যাপ্টেন মারুফ।
* মান্না আঙ্কেল সবসময় বলতো তোর বাপরে ফলো করার চেষ্টা করিস।
* কখনও মান্না আঙ্কেলের স্থান নেবনা।
* সাদা রং আমার কাছে ভালো লাগে।
* দেশের বাহিরে সৌদিআরবের মক্কা, মদিনা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
* ওমরাহ্ হজ্জ করেছি।
* এক ভাই, এক বোনের মধ্যে আমিই বড়।
* আমার মায়ের কাছে আমি সকল বিষয়ে শেয়ার করি। যেমন, কখনও যদি কোন মেয়েকে পছন্দ করি তাও মাকে বলি।