41:36 Bangladeshi Celeb Singer Interview of M A Shoyeb with Shaifur Rahman Sagar By eurobdnewsonline.com

2014-02-13 8

এম এ শোয়েব:-
* বাড়ি বরিশাল, গো-নদি। জন্ম ১ জুন, মিথুন রাশি।
* আমি জানিনা মিউজিকটা কিভাবে আমার ভেতরে বাসা বেঁধেছে।
* জন্মলগ্ন থেকেই মিউজিকটা আমার কাছে ভালো লাগত।
* গানের পেছনে অনেক সময় দিতাম এবং প্রচুর গান শুনতাম।
* গানের প্রেরনা নিজে থেকেই।
* বাবার চাকরির কারণেই পাকিস্তান করাচীতে চলে যাই।
* পাকিস্তান করাচি থেকেই আমার গানের শুরু।
* বাংলাদেশে প্রথম অডিও এ্যালবাম আমারই বের হয় ৮১'তে "বেস্ট অফ এম এ শোয়েব" নামে। এ্যালবামটি ডিস্কো রেকর্ডিং থেকে বের হয়। সঙ্গীত পরিচালক ছিলেন জাহিদ হোসেন।
* পাকিস্তান থেকে আমি চলে আসি ৭৪'এ।
* এ্যালবামটির প্রথম গান ছিল "আজ থেকে বারোটি বছর"।
* প্রায় ১ বছরে এ্যালবামটির প্রায় ৪০ লাখ ক্যাসেট বিক্রি হয়েছে।
* আমি কিশোর কুমারকে ফলো করতাম।
* আমার প্রথম বিটিভিতে গাওয়া গান "আজ থেকে বারোটি বছর", শিউলিমালা অনুষ্ঠানে।
* আমি ৮৮'তে ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে চলে যাই। প্রোগ্রাম করতে গিয়ে কারন বসত ওখানে থেকে যাই।
* যুক্তরাষ্ট্রে থাকাকালীন দেশ অনেক মিস করতাম। তখন একটা গান লিখি- "আমার মন পইরা রয় বাংলাদেশের সবুজ শ্যামল গাঁয়"।
* আমার পরিবারে আমি, আমার ওয়াইফ, আর আমার এক ছেলে ও এক মেয়ে।
* যুক্তরাষ্ট্রে আমার একটা বাংলা গানের স্কুল আছে।
* বাংলাদেশে যতদিন ছিলাম, গানটাই ছিল আমার প্রফেশন। ২৪ ঘণ্টা গান নিয়েই থাকতাম।
* আমার আগের কিছু জনপ্রিয় গান-"আজ থেকে বারোটি বছর"
-"ওরে আমার মন তুই আমার কথা শুন"
-"জ্বলেরে জ্বলেরে বুকে জ্বলেরে"
-"ও মাই ডার্লিং"
-"মাগো তুই কাঁদিস না আর"
-"চলে গেছ আমায় চেড়ে"
* আমি বাহিরে থাকলেও মনেপ্রাণে একজন খাঁটি বাঙালি।
* আমি ভাত, মাছ, ভর্তা, সবজি এসব জাতিও খাবার খেতে বেশি পছন্দ করি।
* এখন এ্যালবাম বের করে নিজের কাছেই রাখতে হয়।
* যারা আজকের শ্রোতা, তাদেরকে বোলতে চাই- আমি হারাইনি, আমি এখনও আছি, থাকবো। যতদিন বেচে আছি গান নিয়েই থাকবো । এবং আমার গান শুনতে চাইলে ইউটিউবে যাবেন।

Free Traffic Exchange