প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথোপকথন

2014-01-07 1,994

গণভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথপোকথন নিয়ে ঝড় ইঠেছে সাইবার জগতে। সামাজিক যোগাযোগ মাধ্যম পেইসবুকে হাস্যরসও কম হচ্ছে না। ইনুর পরামর্শ ও শেখ হাসিনার জবাব সম্বলিত সেই কথপোকথনটি খুব মৃদুকণ্ঠে হলেও উপস্থিত টিভি ক্যামেরায় ঠিকই ধরা পড়েছে। তারপরই তা ছড়িয়ে পড়েছে ইউটিউব, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংবাদ সম্মলনে কী বলবেন না বলবেন তা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাল ভোটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে গণতন্ত্র ও সাংবিধানিক প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার পরামর্শ দেন তিনি। নিচু স্বরে প্রধানমন্ত্রীকে বলতে বলেন, ‘সহিংসতার পরেও, প্রতিরোধের ঘোষণার পরেও ১৮ হাজার জায়গায় ভোট হয়ে গেছে, এটি সফলতা, গণতন্ত্রের সফলতা এবং সংবিধানের সফলতা। ওরা সংবিধানের বাইরে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছিল, আল্লাহ বাঁচাইছে, জনগণের সাপোর্ট আমরা সংবিধানের ভেতর রেখেছি, হা হা হা...।’

প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা না বলারও পরামর্শ দেন ইনু।

এ সময় হাসতে হাসতে প্রধানমন্ত্রী ইনুকে বলেন, ‘জাসদের মুখ দিয়ে এখন গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে...হা হা হা...।’ আবারও একই কথা বলেন প্রধানমন্ত্রী।

তখন ইনু বলেন, ‘এটা অনএয়ার আছে। এগুলো সব অনএয়ারে আছে।’ জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি তো সব। সে জন্য বলে দিলাম।’

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনের আগে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। তাদের সামনে রাখা ছিল টেলিভিশনের মাইক্রোফোন। এ সময় একটি বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করছিল। আর তাতেই ধরা পড়ে প্রধানমন্ত্রী-তথ্যমন্ত্রীর এই কথোপকথন।

সূত্র: www.sahos24.com

Videos similaires